কিভাবে Telegram bot দিয়ে আনলিমিটেড Temp-Mail ব্যবহার করবেন
আসসালামু আলাইকুম🥰 সবাই কেমন আছেন? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন😊
আপনারা সবাই Temp-Mail নাম শুনছেন বা সবাই প্রতিদিন ব্যবহার করছেন। কিন্তু কেমন হয় যদি ওয়েবসাইট বা অ্যাপ দিয়ে না করে আমাদের প্রতিদিন ব্যবহার করা Telegram এর মাধ্যমে করা যায়? তো চলুন শিখে নেই।
যারা আগে থেকে যানেন তারা আমার পোস্টটি এরিয়ে যান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে Telegram Bot এর মাধ্যমে আনলিমিটেড Temp Mail নিবেন।
প্রথমেই টেলিগ্রামে গিয়ে নিচের মতো করে টেম্প মেইল বট এর ইউজার নাম লিখে সার্চ দিন⤵️ অথবা সরাসরি বট লিংক
উপরের ছবিটায় যেটা আসছে Temp-Mail সেটাতে ক্লিক করুন। পরে নিচের ছবির মতো করে কাজ করুন⤵️ Start Button ক্লিক করে শুরু করুন।
পরে নিচে দেখুন কোড চলে আসছে☺️ আমি ইন্সটাগ্রাম দিয়ে দেখালাম, অনেক সময় পুরো মেসেজ টি দেখার প্রয়োজন হতে পারে তখন Open in Browser এ ক্লিক করে সব মেসেজ দেখতে পারেন😊 যতো ইচ্ছে মেইল ব্যবহার করুন।
আবার আরেকটি নতুন মেইল তৈরি করতে ➕ Generate New ক্লিক করুন তাহলে অন্য একটি মেইল তৈরি হয়ে যাবে😊 কোড না আসলে Refresh করতে পারেন।
আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন😊 পোস্টটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন।
কোথাও না বুঝলে কমেন্ট করতে পারেন। ফেইসবুকে আমি পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ🥰 আল্লাহ হাফেজ।